পদ্মা সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ৯ টা ৫৫ তিনি মাওয়া সমাবেশ স্থলে পৌঁছন। পদ্মা সেতু উদ্বোধনের আগে চোখে জল দেখা যায় শেখ হাসিনার। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা মনে করিয়ে দিয়ে রুদ্ধ গলায় স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহিদদের। এদিন শেখ হাসিনা বলেন, “অনেক ষড়যন্ত্র ছিন্ন করে আজ আমরা পদ্মা সেতু উদ্বোধন করতে পেরেছি। এই সেতু বাংলাদেশের জনগনের। দেশের মানুষদের জন্য আবেগ এই সেতু। করোনার জন্য সেতু নির্মাণে দুই বছর দেরি হয়। কিন্তু, আমরা হতাশ হয়নি। আমরা পদ্মা সেতু নির্মাণে সক্ষম হয়েছে।” এদিন হাসিনা বলেন, "আমরা মাথা নত করিনি। কখনও নত করব না।”
Category
🗞
News