দীর্ঘ বিতর্কের পর অবশেষে অন্তরাল থেকে বেরিয়ে এলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক! মায়াপুর দর্শনে বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। শনিবার একেবারে সপারিষদে মায়াপুর ইসকন মন্দিরে (Mayapur Iskcon Temple) আসেন মুকুল রায়। গোটা ইসকন মন্দির ঘুরে বিগ্রহ দর্শনের পাশাপাশি দুপুরের প্রসাদও গ্রহণ করেন তিনি। আবার মায়াপুর ইসকন মন্দির আগত সমস্ত দর্শনার্থীদের সঙ্গে নিজে থেকে সৌজন্য বিনিময়ও করেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। অনুগামীদের আব্দার মেনে সেলফিও তোলেন।
Category
🗞
News