• 2 years ago
প্রায় দেড় বছর আগের কথা, দেগঙ্গার আজিজ নগরে একটি পোড়ো বাড়িতে শুরু হয় সুরঙ্গের খনন কাজ। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে কৌতুহলও তৈরি হয় এই সুরঙ্গ তৈরির কারণ নিয়ে। গুপ্তধন পেতেই নাকি সুরঙ্গ, এমনটাই রটে যায় সাধারণ মানুষের মধ্যে। রাতের অন্ধকারে চলে আসছিল এই সুরঙ্গ তৈরির কাজ। বাড়ির মালিক তরুণকান্তি চৌধুরীর কাছে সুরঙ্গ তৈরির কারণ জানতে চাইলে তিনি জানান, তান্ত্রিকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন বাড়ির মধ্যে পোতা আছে নরকঙ্কাল, বাড়ির মঙ্গল কামনায় সেই নরকঙ্কাল খুঁজে বের করতেই সুড়ঙ্গ তৈরির চিন্তাভাবনা করেন তিনি, সেই সঙ্গেই গুপ্তধন আছে কীনা তা জানা নেই বলেই জানিয়েছেন তরুণ বাবু।এই নিয়ে প্রতিবেশীদের অভিযোগ, রাত হলেই সেখানে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হত। সেই সঙ্গেই তান্ত্রিকদের আনাগোনাও ছিল সেখানে। এই ঘটনা ঘিরে আতঙ্কও ছড়াচ্ছিল গোটা এলাকায়। আতঙ্কে পুলিশের দ্বারস্থ হন স্থানীয়রা পরে পুলিশ গিয়ে বন্ধ করে দেয় খনন কাজ। তবে গুপ্তধনের খোঁজেই সেখানে খনন কার্য চলছিল নাকি নর কঙ্কল খুঁজে পেতে তা এখনও ধোঁয়াশা।

Category

🗞
News

Recommended