• 2 years ago
জ্যোতিষির পরামর্শ মেনে মঙ্গলে জমি কিনলেন ঠাকুমা। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারে। এই বিষয়ে ঠাকুমা শিখা হালদার বলেন বহুদিন ধরেই তার মনের মধ্যে এই ইচ্ছা ছিল। সেই ইচ্ছাপুরণ করতে তিনি আমেরিকাবাসী তাঁর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। মূলত তাঁর সাহায্য ও পরামর্শ নিয়ে তিনি যোগাযোগ করেন সংস্থার সঙ্গে। সেইমত মঙ্গলে নাতনি দেবাংশ্রী হালদারের নামে এক একর জমি কিনলেন ঠাকুমা। ৪ ফ্রেব্রুয়ারী জমি কেনার কাগজ এলেও তা পরিবারের কাউকেও জানতে দেননি তিনি। ১৩ তারিখ নাতনির অন্নপ্রাশনের দিন বিষয়টি সর্বসমক্ষে ঘোষণা করে। এতে খুশি হালদার পরিবারে সকলেই।

Category

🗞
News

Recommended