সোমবার ৫০৬ তম দন্ড মহোৎসব পালিত হচ্ছে পানিহাটি গঙ্গার তীরবর্তী মহোৎসব তলা ঘাটে। এই দন্ড মহোৎসব শুধু পানিহাটি নয় সারা জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মালম্বী ভক্তরা ভীড় জমান এই দন্ড মহোৎসবে। পানিহাটির ঐতিহ্যবাহী দন্ড মহোৎসব চিঁড়ের মেলা বলেও পরিচিত বৈষ্ণব সমাজে কেউবা আবার এই দন্ড মহোৎসব চুলের মেলাতে মালশা ভোগ হিসেবেও পালন করেন।
Category
🗞
News