• 3 years ago
মাটির ঘর। মাথার উপর টিনের চাল। বারান্দার একপাশে রয়েছে চৌকি। সেখানে বসে খাতা উলটে পালটে পড়াশোনা করছেন জীবন। তাঁর মা বারান্দার এক কোণায় বসে উনুনের গনগনে তাপে মুড়ি ভেজে চলেছেন। প্রতি দিন এই ভাবে দারিদ্রতার সঙ্গে লড়াই করছে জীবন ও তাঁর পরিবার। পড়াশোনায় মেধাবি ছাত্র জীবন। এবার মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফল করেছে । মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৬৩৩। তবে প্রথম ১০ এ না থাকায় সংবাদ মাধ্যমের ক্যামেরার ফ্ল্যাশ বাল্ব তাঁর অন্ধকার ঘরে জ্বলে ওঠেনি। বিজ্ঞান নিয়ে পড়তে চায় সে। কিন্তু কিভাবে সম্ভব। তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না জীবনের পরিবার

Category

🗞
News

Recommended