• 3 years ago
এবার মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে উত্তরবঙ্গের একাধিক পরীক্ষার্থী। শুক্রবার সকাল ন'টায় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। দক্ষিণ বঙ্গের মতো উত্তরবঙ্গের একাধিক জেলা থেকেও মাধ্যমিকে বিভিন্ন স্থান অর্জন করে কৃতি ছাত্ররা। তারমধ্যে কোচবিহারের দেবদত্ত কুন্ডু। কোচবিহার জেলার দিনহাটা বাসিন্দা সে। স্থানীয় গোপালনগর হাই স্কুল পড়ুয়া দেবদত্ত। ছোট থেকেই পড়াশোনায় ভালো মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত। মাধ্যমিকে দেবদত্তের প্রাপ্ত নম্বর ৬৮৯। দেবদত্তের পাশাপাশি একই স্কুল থেকে একই প্রাপ্ত নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে ধ্রুবজ্যোতি সাহা। দুই বন্ধুর অভাবনীয় ফলাফলে খুশির হাওয়া পরিবারে।এদিকে সকাল থেকেই চলে মিষ্টিমুখ। বাবা মায়ের আশীর্বাদ নেয় দেবদত্ত। চলতি বছর ১৩ মার্চ শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। তার তিন মাস পর প্রকাশিত হল ফলাফল। এবারে মাধ্যমিকে বিভিন্ন জেলা থেকে উল্লেখযোগ্য ফলাফল করেছে বহু পরীক্ষার্থী।

Category

🗞
News

Recommended