কোনওরকম নির্দেশিকা ছাড়াই মেদিনীপুরের প্রাণকেন্দ্র মঙ্গল পাণ্ডে সরণিতে দেখা গেল 'নো এন্ট্রি' বোর্ড। রাত সাড়ে ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বন্ধ থাকছে ওই রাস্তা। সরকারিভাবে নাইট কার্ফু উঠে গেলেও হঠাৎ কেন রাস্তার মাঝখানে 'নো এন্ট্রি বোর্ড', তা নিয়েই প্রশ্ন উঠছে মেদিনীপুরের রাজনৈতিক মহল থেকে শুরু করে স্থানীয়দের মধ্যেও। এর জেরে রাতে বাড়ি ফিরতে সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসীরা।
Category
🗞
News