দিনের সেরা ১০ খবর

  • 2 years ago
বগটুই গ্রামে পৌঁছল CBI-এর প্রতিনিধি দল। কলকাতা হাইকোর্টের নির্দেশ আসার পরই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ৩০ সদস্যের একটি তদন্তকারী দল এদিন ঘটনাস্থল খতিয়ে দেখে। বিশেষ প্রযুক্তির থ্রি-ডি স্ক্যানার ব্যবহার করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের রহস্য উন্মোচনে।

Bharat Bandh-এর ডাক দিয়েছে সর্বভারতীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। 'জনগণকে বাঁচাও এবং জাতিকে বাঁচাও' -এই কর্মসূচিতে ১২ দফা দাবিতে দু’দিন ২৮ এবং ২৯ মার্চ সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। এই বনধ মোকাবিলায় এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। নবান্নের তরফে জারি করা হয়েছে একটি নির্দেশিকা। যেখানে বলা হয়েছে, ২৮ এবং ২৯ তারিখ সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ আদালত খোলা থাকবে। এই দু'দিন কোনও সরকারি কর্মীর ছুটির আবেদন মঞ্জুর করা হবে না, নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

Recommended