১/১১ প্রেক্ষাপটঃ জননেত্রী শেখ হাসিনার উপর অন্যায় অত্যাচার

  • 8 years ago
‘আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। আমার বিরুদ্ধে কোন ওয়ারেন্ট ছিলো না। আমার বাসা সার্চ করা হয় দুই দুইবার। কোন ওয়ারেন্ট ছিলো না। আমার অসুস্থ স্বামীকে ধাক্কা দিয়ে ফেলা দেয়া হয়।’
‘এরপর টেনে হিছড়ে যেভাবে আমাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিলো। একটা ড্যাম পড়া ঘর। ইঁদুরে কাটা চাদর, ভাঙা খাট, ওর মধ্যে রেখে দেয়া হয়েছিলো। খাবার আসতো জেলখানা থেকে কোন কোন দিন ৩ বেজে যেতো, ৪টা বেজে যেতো। তারপর সেখান থেকে খাবার আসতো। বাইরে থেকে কিছু নিতে দিতে না। যতদিন পর্যন্ত খালেদা জিয়া গ্রেফতার না হয়েছেন ততদিন পর্যন্ত খাবার আসতো না।’
‘আমাকে সলিটারি কনফাইনমেন্ট এ একা, কারাগারে কোন শাস্তিপ্রাপ্ত আসামীকেও এক সপ্তাহের বেশি সলিটারি কনফাইনমেন্ট এর রাখতে পারে না। আর এগারটা মাস আমি সেখানে। এমনকি ঈদের দিনেও আমার আত্মীয় স্বজন কাউকে দেখা করতে দিবে না।’
তিনি বলেন, ‘আমার সমস্ত শরিরে এলার্জি। চোখে অসুখ হয়ে গেলো, চোখে ইনফেকশন হয়ে গেলো। আমাকে ডাক্তার দেখাতে দেয় নাই। … ঈদের দিনে কাউকে আসতে দেয়া হবে না, শুধু আমার ফুফু আর স্বামীকে আসতে দেয়া হলো। ফুফুকে বলে দিলো প্রেসের কাছে একটা কথাও বলতে পারবেন না। আমার ফুফু সেদিন বলেন নাই।’
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Recommended