• yesterday
ABP Ananda Live: যাদবপুরকাণ্ডে এবার SFI নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল পুলিশ। যাদবপুরকাণ্ডে ঘটনার ফুটেজ নিয়ে তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর সৃজনের বাগ্‍‍যুদ্ধ অব্যাহত। সৃজন জানিয়েছেন, তাঁর কাছে যা ছবি এবং ভিডিও ফুটেজ আছে, তা নিয়ে থানায় যেতে বলা হয়েছে তাঁকে। আজ সন্ধেয় যাদবপুর থানায় যাবেন বলে সৃজন জানিয়েছেন। (Jadavpur University Clash) বৃহস্পতিবারই সৃজনকে নোটিস পাঠায় যাদবপুর থানা। গোটা ঘটনায় পুলিশকে তদন্তে সাহায্য় করতে বলা হয় তাঁকে। যাদবপুরে গত শনিবার যে ঘটনা ঘটে, তাতে সাক্ষী হিসেবে তলব করা হয় সৃজনকে। যাদবপুরের ঘটনার যে ছবি এবং ভিডিও সৃজনের কাছে রয়েছে, তা তদন্তকারীদের কাছে দিতে হবে সৃজনকে। সৃজন জানিয়েছেন, সবকিছু নিয়ে শনিবার সন্ধেয় যাদবপুর থানায় যাবেন। (Srijan Bhattacharya)

Category

🗞
News

Recommended