• last year
এ কী হাড়-ভাঙা শীত এলো মামা।

শীতের গান/হাসির গান।
নজরুল গীতি।
শিল্পী:- জয়দীপ ভট্টাচার্য্য।
সঙ্গত :- সুব্রত দাস।
******************************************
Eki harbhanga shit elo mama

Nazrulgeeti
Winter song
Laughing song
Artist -Jaydip Bhattacharyya.
Accompanist :- Subrata das.
******************************************
Lyrics:::

এ কী হাড়-ভাঙা শীত এলো মামা।
যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা॥
হইয়া হাড়-গোড় ভাঙা দ'
ক্যাঙারুর বাচ্চা যেন গো,
সেঁদিয়ে লেপের পেটে
কাঁপিয়া মরি, ভয়ে থ!
গিন্নি ছুটে এসে চাপা দেয় যে ধামা॥
বাঘা শীত,কাঁপি থরথর, যেন গো মালোয়ারির জ্বর,
বেড়ালে আঁচড়ায় যেন শাণিয়ে দন্ত নখর,
মাগো দাঁড়াতে নারি, চলি দিয়ে হামা॥
হাঁড়িতে চড়িয়ে আমায় উনুনে রাখো গো ত্বরায়,
পেটে মোর ভরিয়া তুলো বালাপোষ করো গো আমায়!
হ'ল শরীর আমার ফেটে মহিষ-চামা।
ওরে হরে! নিয়ে আয় মোজা পায়জামা॥
******************************************

Category

🎵
Music

Recommended