প্রখর তপন তাপে//রবীন্দ্রসংগীত//প্রকৃতি পর্যায়//শিল্পী :- জয়দীপ ভট্টাচার্য্য।

  • 13 days ago
প্রখর তপন তাপে.......

রবীন্দ্র সঙ্গীত
প্রকৃতি পর্যায়।
শিল্পী :- জয়দীপ ভট্টাচার্য্য।
সঙ্গত :- সুব্রত দাস।
*******************************************
Prokhar tapan tape....


Rabindra sangeet
Prokriti
Artist :-Jaydip Bhattacharyya.
Accompanist :- Subrata das
******************************************

গানের কথা:::


প্রখর তপনতাপে   আকাশ তৃষায় কাঁপে,
     বায়ু করে হাহাকার।
দীর্ঘপথের শেষে   ডাকি মন্দিরে এসে,
    "খোলো খোলো খোলো দ্বার॥
বাহির হয়েছি কবে   কার আহ্বানরবে,
এখনি মলিন হবে   প্রভাতের ফুলহার॥
বুকে বাজে আশাহীনা   ক্ষীণমর্মর বীণা,
জানি না কে আছে কিনা,   সাড়া তো না পাই তার।
আজি সারা দিন ধ'রে   প্রাণে সুর ওঠে ভরে,
একেলা কেমন ক'রে   বহিব গানের ভার॥

রাগ: মূলতান-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
*******************************************

Recommended