স্মৃতিরা গেছে পরবাস,
বাঁধা পড়েছে মনে উল্কাস,
ভুলে গেছি সেই হাসি,
মনের কোণে জমেছে শ্বাস।
চোখে ভাসে স্মৃতি রাশি,
অশ্রু মিশে আছে আশ্বাস,
নদীর স্রোতে হারানো,
জীবনের সে দিনগুলো বাস।
তারা হয়ে গেছে দূরে,
নিঃসঙ্গতা এখন ভরপুরে,
স্বপ্নের খোঁজে আমি,
হাঁটছি পথে, সব কিছু তুরে।
হৃদয় পেতে চায় মুক্তি,
অন্তরে বাজে সুরের দ্যুতি,
স্মৃতিরা গেছে পরবাস,
রেখে গেছে কেবল শূন্যতা।
বাঁধা পড়েছে মনে উল্কাস,
ভুলে গেছি সেই হাসি,
মনের কোণে জমেছে শ্বাস।
চোখে ভাসে স্মৃতি রাশি,
অশ্রু মিশে আছে আশ্বাস,
নদীর স্রোতে হারানো,
জীবনের সে দিনগুলো বাস।
তারা হয়ে গেছে দূরে,
নিঃসঙ্গতা এখন ভরপুরে,
স্বপ্নের খোঁজে আমি,
হাঁটছি পথে, সব কিছু তুরে।
হৃদয় পেতে চায় মুক্তি,
অন্তরে বাজে সুরের দ্যুতি,
স্মৃতিরা গেছে পরবাস,
রেখে গেছে কেবল শূন্যতা।
Category
🎵
Music