• last year
মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেঁধেছিলাম চালা
জ্যোৎস্না এলো গভীর রাতে জুড়িয়ে দিয়ে জ্বালা
কিছু কথা হাওয়ার বুকে কিছু কথা জলে
কিছু কথা গুমরে মরে স্মৃতির দেয়ালে
আমি এখন পোড়া মাটির হিম কন্যা ঘুমাও বিদেশে

দিন ছিল সব বাঁধনহারা ঘূর্ণি ছিল মনে
প্রথম দেখার বর্ষা এলো মেঘের আলাপনে
মনের ভাষা সেদিন যখন মুখের ভাষা হল
পা বাড়াতে আমার শহর ভীষণ এলোমেলো

শান্ত দুপুর নিঝুম শহর বেঁচে থাকার ঘর
ছই ভেসে যায় বুকের ভেতর গভীর সরোবর
এই কি সুখ ভালোবাসার একা এবং একা
স্বপ্নে পাওয়া পাগল হাওয়া আড়াল করে রাখা
আড়াল ভেঙ্গে ভিড়ের মাঝে সবই গেলো মিশে
আমি এখন পোড়ামাটির হিম কন্যা ঘুমাও বিদেশে

Category

🎵
Music

Recommended