• last month
আমার প্রথম দেখা বৃষ্টির জলে
ভাসিয়েছি ভেলা খেলার ছলে
সেই জল গেছে মিশে কোন নদীতে
গেছে হারিয়ে কোন সাগরে
মাঝিরে... ও মাঝিরে
দেখেছ কি তুমি তারে
নৌকো আমার ছেলেবেলার কাগজের

আমার প্রথম পাওয়া আঁকার খাতা
আমার প্রথম লেখা কবিতা
সেই ছেলেবেলার স্বপ্ন হাজার
গেছে হারিয়ে কোন সাগরে
মাঝিরে... ও মাঝিরে
দেখেছ কি তুমি তারে
নৌকো আমার ছেলেবেলার কাগজের

একটা ঝলসে যাওয়া বিকেলবেলা
একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই
নৌকো আমার কাগজের
মাঝিরে... ও মাঝিরে

Category

🎵
Music

Recommended