কেদার নাথের গুহ্য রহস্য ও মহিমা:

  • last year
কেদারনাথ মন্দির হল ভগবান শিবের পবিত্র ধাম, উত্তরাখণ্ড চারধাম যাত্রার অন্যতম অবিচ্ছেদ্য অংশ।উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাড়ি হিমবাহের কাছে, মন্দাকিনী নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫৮৩ মিটার উপরে অবস্থিত।

প্রতিবছর সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক ভক্তরা উত্তরাখণ্ডে আসেন কেদারনাথ মন্দির দর্শন করতে। তারা বিশ্বাস করে যে কেদারনাথে এলে মানুষের মনের ইচ্ছা পূরণ হয়। কেদারনাথ মন্দিরটি ভারতের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং মহাভারতেও এর উল্লেখ রয়েছে। এই কেদারনাথ মন্দিরের সাথে জড়িয়ে আছে বহু পৌরাণিক কাহিনী ও কিছু অজানা রহস্য।
কেদার নাথ মন্দিরের গুহ্য রহস্য ও মহিমা:

Category

🗞
News

Recommended