সংস্কৃতি ২০২৩, যাদবপুর মাতালো ‘থাইকুডম ব্রিজ’

  • last year
‘অনুরোধের আসর’ থেকে জন্ম। দেখতে দেখতে বয়স হল এক দশক। ভারতব্যাপী সুখ্যাতি কুড়িয়ে আরও একবার কলকাতায় ‘থাইকুডম ব্রিজ’। সৌজন্যে সংস্কৃতি ২০২৩। নেপথ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ‘থাইকুডম ব্রিজ’— কেরলের এই ব্যান্ড এখন ‘রকপ্রিয়’ শ্রোতার চোখের আরাম, মনের মলম। ‘ফিশ রক’ থেকে ‘নবরসম’, ব্যান্ডের জন্ম থেকে গানের জনপ্রিয়তা, এমনকি উঠতি বাংলা ব্যান্ডের জন্যও বিশেষ বার্তা— সব কিছু নিয়েই ‘থাইকুডম ব্রিজ’-এর সদস্যদের সঙ্গে আড্ডায় আনন্দবাজার অনলাইন।