পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ প্রয়াত

  • last year
দীর্ঘ রোগভোগের পর দুবাইয়ের একটি হাসপাতালে প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রসিডেন্ট পারভেজ মুশারফ। ২০১৬ সাল থেকে দুবাইতেই ছিলেন তিনি, সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। গত বছরই পরিবারের তরফে জানানো হয়েছিল, পারভেজ মুশারফের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, ফিরে আসাও কঠিন। ১৯৯৯ থেকে টানা নয় বছর পাকিস্তানের মসনদে ছিলেন পারভেজ মুশারফ। বেনজির ভুট্টো হত্যায় অভিযুক্ত ছিলেন তিনি। ২০০৭ সালে পাকিস্তানের সংবিধান বাতিল করে বিতর্ক তৈরি করেছিলেন পারভেজ মুশারফ।