শান্তিতে থাকার অধিকার বাংলার মানুষের আছে, শান্তি পুনঃস্থাপিত হবেই: রাজ্যপাল

  • last year
উত্তরবঙ্গ সফরের মাঝ পথেই দক্ষিণবঙ্গে ফিরলেন রাজ্যপাল। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সিভি আনন্দ বোস সোজা চলে গেলেন রিষড়ায়। ঘুরে দেখলেন ৪ নম্বর রেল গেট এলাকা। চন্দননগরের সিপি অমিত জাভলগির সঙ্গে ১০ মিনিট বার্তালাপ শেষে তিনি সোজা চলে যান রিষড়া রেল স্টেশনে। সেখানে গিয়ে কথা বলেন স্টেশন মাস্টারের সঙ্গে। সামগ্রিক পরিস্থিতি দেখার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিক বৈঠক করে বলেন, “আমার এই রিষড়া পরিদর্শন ‘ফ্যাক্ট ফাইন্ডিং ভিজিট’। আমি পরিস্থিতি দেখলাম, তথ্য সংগ্রহ করলাম। এরপর পর্যালোচনা করব তারপর সিদ্ধান্ত নেব। বাংলার মানুষের শান্তিতে থাকার অধিকার আছে। অশুভ শক্তিকে বিনাশ করতে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। জেনে রাখুন, দোষীরা ছাড় পাবেন না। শান্তি পুনঃস্থাপিত হবেই।”