\'কেকে-র খুনি কলকাতা\', সিবিআই তদন্তের দাবি ওম পুরীর প্রাক্তন নন্দিতার

  • 2 years ago
কেকের মৃত্যু নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠানের পরপরই অসুস্থ হয়ে পড়েন কেকে। অনুষ্ঠানের পর ধর্মতলায় হোটেলে ফিরে বমি করেন কেকে। এরপরগায়ককে হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেকে-র মৃত্যু নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠতে শুরু করে, সেই সময় ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী বিস্ফোরক অভিযোগ করলেন।