• 2 years ago
Tor Valobasha Noyre Valo
Protik Hasan
তোর ভালবাসা নয়রে ভালো নিভে গেছে আলো
নাইরে কোন আশা কেমনে বাসি ভালো
তুই উড়ু উড়ু হায় রে পাখি তোকে মিছে ডাকি
নাইরে কোন মায়া কেমনে ধরে রাখি
ওওওও অন্তরেতে টান লাগে বুকেরি পিঞ্জরে
তোরে ভুলে ওরে আমি থাকি কি করে
ওওওও অন্তরেতে টান লাগে বুকেরি পিঞ্জরে
তোর কথা মনে পড়ে তাই তো যাই উড়ে
তোর ভালবাসা নয়রে ভালো নিভে গেছে আলো
নাইরে কোন আশা কেমনে বাসি ভালো
তুই উড়ু উড়ু হায় রে পাখি তোকে মিছে ডাকি
নাইরে কোন মায়া কেমনে ধরে রাখি
দারুন অভিমান বুকে বাহিরে জলা
দুয়ারেতে তালা গলে নাইরে সে মালা
ওওওও এমন ভালবাসা দিলি যায় গো পুড়ে
জ্বলে যায় দরে ব্যথা হৃদয় জুড়ে
ওওওও বারে বারে দারে দারে মনটা ঘুরে মরে
ডেকে ডেকে যাই তোর ডাক নাম ধরে
ওওওও অন্তরেতে টান লাগে বুকেরি পিঞ্জরে
তোর কথা মনে পড়ে তাইতো যাই উড়ে
তোর ভালবাসা নয়রে ভালো নিভে গেছে আলো
নাইরে কোন আশা কেমনে বাসি ভালো
তুই উড়ু উড়ু হায় রে পাখি তোকে মিছে ডাকি
নাইরে কোন মায়া কেমনে ধরে রাখি
আমার ভালবাসা আমি চাইরে ফিরে
পিছুটান ছেড়ে চলে আয় না তীরে
আমার জোছনাতে আমি আজো একা
চাই তোর দেখা ভুলে সময় রেখা
ওওওও হাতে হাতে সাথে সাথে আয় না চলে ওরে
মনে মনে ছুই মন চুপ চাপ করে
ওওওও অন্তরেতে টান লাগে বুকেরি পিঞ্জরে
তোর কথা মনে পড়ে তাইতো ডাকি ওরে
তোর ভালবাসা নয়রে ভালো নিভে গেছে আলো নাইরে কোন আশা কেমনে বাসি ভালো
তুই উড়ু উড়ু হায় রে পাখি তোকে মিছে ডাকি নাইরে কোন মায়া কেমনে ধরে রাখি
তোর ভালবাসা নয়রে ভালো নিভে গেছে আলো
নাইরে কোন আশা কেমনে বাসি ভালো
তুই উড়ু উড়ু হায় রে পাখি তোকে মিছে ডাকি
নাইরে কোন মায়া কেমনে ধরে রাখি

Category

🎵
Music

Recommended