• 3 years ago
Singer - Rishi Panda
Aranger, Mix & Master - Rupak Tiary
Flute - Swarajit Ratul Guha
Videography - Aditya Paul , Subhasis Mukherjee
Edit & Color - Aditya Paul

Lyrics: Traditional

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়৷

মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷
পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার
দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার৷

কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷
লদীধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷

Category

🎵
Music

Recommended