পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহারের ইতিহাস- Paharpur Bihar

  • 3 years ago
#BorendroSomoy #paharpur_Bihar
নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর মহাবিহার। স্থানীয় লোকজন প্রচীনকালে একে গোপাল চিতার পাহাড় নামে আখ্যায়িত করত; সেই থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর, যদিও এর প্রকৃত নাম সোমপুর বিহার।
পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা হয়। আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা হয়। মোট ৭০.৩১ একর জমির উপর পাহাড়পুর বৌদ্ধবিহারটি অবস্থিত।
বিহারটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্মচর্চা কেন্দ্র ছিল। চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন।
সমতল ভূমি থেকে প্রায় ৩০.৩০ মিটার উচুতে অবস্থিত পাহাড় সদৃশ স্থাপনা হিসেবে এটি টিকে রয়েছে। মূল ভূমি থেকে বিহারটির উচ্চতা প্রায় ৭২ ফুট।
বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এখানে একটি যাদুঘর, একটি রেষ্ট হাউজ ও কয়েকটি প্রশাসনিক ভবন নির্মাণ করেছে।
আকর্ষনীয় স্থাপত্য বিশাল আয়তন ও ঐতিহাসিক গুরুত্বের জন্য পাহাড়পুর বৌদ্ধবিহার আজ বিশ্বের অন্যতম প্রাচীন সংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃত। প্রতিদিন এখানে দেশী-বিদেশী পর্যটক ও সাধারণ মানুষের সমাগম হয়ে থাকে । ঐতিহাসিক ও ভৌগলিক কারণে এই মহাবিহারটি ধ্বংসস্তুপে পরিনত হলেও আজও এই অপূর্ব বিহারটি এশিয়া মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ বিহার বলে সগৌরবে দাঁড়িয়ে আছে।
Web Site:
https://www.borendrosomoy.com
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করে পাশে থাকুন_Subscribe this channel:
https://www.youtube.com/borendrosomoy
https://www.youtube.com/borendrosomoy...
ফেইসবুক পেজ_FB Page:
https://www.facebook.com/borendrosomoy2

Twitter: https://twitter.com/borendrosomoy
Pinterest: https://www.pinterest.com/borendrosomoy

Category

🏖
Travel

Recommended