শেয়ার বাজারে কোন কারনে অনেকেই লস করে_

  • 3 years ago
আমি এই ভিডিও আলোচনা টি করলাম 25/9/2021 শনিবার ।। বিশেষ ঘোষণা :আমি মুলত শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারের Fundamental Technical বিষয় গুলো ভিডিও আলোচনার মাধ্যমে ভাল ভাল শেয়ার গুলোর বতর্মান কি অবস্থা ও বিভিন্ন সেকটর গুলোর কি অবস্থা এবং Fundamental ও Technical Analysis মতে বতর্মানে কি অবস্থা সেটার সাথে আমার নিজস্ব বিশ্লেষন এর সমন্বয় করি। এবং শেয়ার বাজারে বিনিয়োগকারী দের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং বিনামুল্যে সবাই কে Smart ও কৌশলী বিনিয়োগকারী হিসেবে গড়ে তুলতে শেয়ার বাজারের বিভিন্ন কৌশল ও টিপস ভিডিও আলোচনার মাধ্যমে বর্নণা করি।কিন্তু কাউকেই কোন শেয়ার বাই বা সেল করার জন্য বা শেয়ার বা খাতটি Promot করার জন্য আলোচনা করিনা। তাই আমার এই আলোচনা দেখে কেউ বাই / সেল করার সিদ্ধান্ত নিবেন না। নিজে জেনে বুঝে বিনিয়োগ করবেন। আর যদি করেন তবে তার দায় দায়িত্ব আমার নয়।।।DSE এর বিভিন্ন কোম্পানির শেয়ার ও বিভিন্ন খাত এবং শেয়ার বাজার নিয়ে নিয়মিত বিশ্লেষন এবং ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে কিছু কিছু বিনিয়োগকারী DSE এর তালিকাভুক্ত বিভিন্ন শেয়ার গুলোর বাই/সেল করার জন্য ডেনিটিং করে ব‍্যাপক লস করে এবং ক্ষতিগ্রস্ত হয় তা তুলে ধরতেই আজকের এই আলোচনা করা হল এবং সমাধান বিষয়ে আলোচনা করা হল।

Source of data =1N/A
Source of data =2.N/A
এবং এর সাথে সমন্বয় (আমার নিজস্ব বিশ্লেষন)

আমার নতুন চ‍্যানেলের নাম Smartinvester2