ব্যবসা চাকুরি এবং লিফটের গতি
প্রথম যখন লিফট আবিস্কার হল , মানুষ এর চাহিদা পুরন হচ্ছে না , মানুষ আরও বেশি গতি চায়। বিজ্ঞানি রা গতি বাড়ানোর জন্য গবেষণা করতে লাগলেন ।গতির চাহিদা পুরন করা সম্ভব হচ্ছে না । সেসময় এক তরুন বিজ্ঞানী বললেন , লিফটের ভিতরে চারপাশে আয়না বসাইয়া দেন , সবাই আয়না দেখতে থাকবে কেউ গতি নিয়া ভাববে না ।আর সেই থেকে লিফটের ভিতরে আয়ানা বসান থাকে ।একথা গুল বলার উদ্দেশ্য হল গতানুগতিক ধারার বাইরে যেয়ে চিন্তা করা । Out of box thinking . গাও গেরামের মুরব্বী রা বলে এক দরজা বন্দ হাজার দরজা খোলা ।তাই আমরা যদি ধরে নেই চাকুরি হবেই না অথবা সম্ভব না অথবা রাষ্ট্র দিবে না তাহলে আমরা কি করব ?আমাদের সামনে তখন হাজার দরজা খুলে যাবে ।দেশে শিল্পায়নের যে গতি , তার বিপরীত প্রতি বছর ২০ লাখ নতুন ছেলে মেয়ে চাকুরির লাইনে আসে , কিন্তু এই ২০ লাখ এর চাকুরি দেয়ার ক্ষমতা দেশের নাই ।অভিজ্ঞ বেকার প্রচুর । তাই চাকুরি পেতে পেতে জীবন যৌবন শেষ । চাকুরি পাওয়ার পর বিয়া করবেন বুড়া বয়সে ৩৪/৩৫ বছর । বিয়া করবেন অল্প বয়স্ক একটা মেয়ে ।দুপুরের সূর্য আর বিকালের সূর্য কি এক ?আজ যারা বড় বড় মালিক তাদের অনেকেই খালি হাতে ব্যবসা করতে নেমেছেন । নাম নাই বা বললাম , বঙ্গ বাজারে ৮০ ভাগ ব্যবসায়ী মার্কেটের সাবেক কর্মচারী । একি অবস্থা বংশাল মটর পার্টস ব্যবসায় ।এদের অভিজ্ঞতা আছে ।যারা বিদেশি ৫০ লাখ টাকা অথবা অন্য ভাবে টাকা নিয়া এসেছিলেন তারা ফকির হয়ে বাড়ি গেছেন ।
Henry longway বলেন "Money never brings an idea , but it is idea that bring money "
সাহস দরকার । কাজ কে সম্মান করা উচিত ।খাটো কোণো কাজ নয় । ভিক্ষা ,অন্যের তথা মা বাপের বোঝা হওয়া এবং চূরি করা খাটো কাজ ।অন্যায় ।
প্রথম যখন লিফট আবিস্কার হল , মানুষ এর চাহিদা পুরন হচ্ছে না , মানুষ আরও বেশি গতি চায়। বিজ্ঞানি রা গতি বাড়ানোর জন্য গবেষণা করতে লাগলেন ।গতির চাহিদা পুরন করা সম্ভব হচ্ছে না । সেসময় এক তরুন বিজ্ঞানী বললেন , লিফটের ভিতরে চারপাশে আয়না বসাইয়া দেন , সবাই আয়না দেখতে থাকবে কেউ গতি নিয়া ভাববে না ।আর সেই থেকে লিফটের ভিতরে আয়ানা বসান থাকে ।একথা গুল বলার উদ্দেশ্য হল গতানুগতিক ধারার বাইরে যেয়ে চিন্তা করা । Out of box thinking . গাও গেরামের মুরব্বী রা বলে এক দরজা বন্দ হাজার দরজা খোলা ।তাই আমরা যদি ধরে নেই চাকুরি হবেই না অথবা সম্ভব না অথবা রাষ্ট্র দিবে না তাহলে আমরা কি করব ?আমাদের সামনে তখন হাজার দরজা খুলে যাবে ।দেশে শিল্পায়নের যে গতি , তার বিপরীত প্রতি বছর ২০ লাখ নতুন ছেলে মেয়ে চাকুরির লাইনে আসে , কিন্তু এই ২০ লাখ এর চাকুরি দেয়ার ক্ষমতা দেশের নাই ।অভিজ্ঞ বেকার প্রচুর । তাই চাকুরি পেতে পেতে জীবন যৌবন শেষ । চাকুরি পাওয়ার পর বিয়া করবেন বুড়া বয়সে ৩৪/৩৫ বছর । বিয়া করবেন অল্প বয়স্ক একটা মেয়ে ।দুপুরের সূর্য আর বিকালের সূর্য কি এক ?আজ যারা বড় বড় মালিক তাদের অনেকেই খালি হাতে ব্যবসা করতে নেমেছেন । নাম নাই বা বললাম , বঙ্গ বাজারে ৮০ ভাগ ব্যবসায়ী মার্কেটের সাবেক কর্মচারী । একি অবস্থা বংশাল মটর পার্টস ব্যবসায় ।এদের অভিজ্ঞতা আছে ।যারা বিদেশি ৫০ লাখ টাকা অথবা অন্য ভাবে টাকা নিয়া এসেছিলেন তারা ফকির হয়ে বাড়ি গেছেন ।
Henry longway বলেন "Money never brings an idea , but it is idea that bring money "
সাহস দরকার । কাজ কে সম্মান করা উচিত ।খাটো কোণো কাজ নয় । ভিক্ষা ,অন্যের তথা মা বাপের বোঝা হওয়া এবং চূরি করা খাটো কাজ ।অন্যায় ।
Category
📚
Learning