মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে চান সাকিব | Shakib wants to make Mohammedan SC Champion

  • 3 years ago
সোমবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। লীগে 12 টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

লিগকে সামনে রেখে জার্সি উন্মোচন করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। রাজধানীর ওয়েস্টিন হোটেলে ক্রিকেট বোর্ডের জয়পুর সুরক্ষা নীতি মেনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যেখানে শুধু দলের ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। জার্সি উন্মোচন করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবং এই লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষণ গুলো জানিয়েছেন সাকিব।

"টার্গেট তো অবশ্যই থাকবে যেন আমরা সবথেকে উপরে থাকতে পারি। কিন্তু যেহেতু লিগটা আসলে অনেক বড় অনেক বড়, শেষমেষ ভাই ম্যাচ যাওয়াটাই সবথেকে ইম্পর্ট্যান্ট। আমাদের ফাস্ট টার্গেট হওয়া উচিত প্রথম ম্যাচে জেতা, আমরা যদি ভালোভাবে শুরু করতে পারি, যেহেতু ব্যাক-টু-ব্যাক, টি-টোয়েন্টি ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট মোমেন্টাম কে ধরে রাখতে পারা। যদি আমরা প্রথম ম্যাচে মোমেন্টাম টা পেয়ে যাই, এবং সেটা এবং সেটাকে ধরে রাখতে পারি, আবারো যেহেতু টি-টোয়েন্টি লিগ সেখানে বড় দল ছোট দল খুব একটা ম্যাটার করে না। যে ভালো খেলবে সে জিতবে। টি-টোয়েন্টি ক্রিকেটে মোবাইল টেম্পার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সচেষ্ট থাকবে আমার সাথে ফাস্ট ম্যাচটা জিততে পারি এবং সেখান থেকে মোমেন্টাম টা ধরে রাখতে পারি।"

প্রতিপক্ষকে সেটা মাথায় না নিয়ে প্রতি ম্যাচে জয়ের মানসিকতা নিয়ে খেলার কথা বলেছেন সাকিব আল হাসান।

"সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রচুর প্রতিমাসে দুইটা করে পয়েন্ট, আর সেটা আমি আবাহনীর সাথে খেলছি নাকি পারটেক্স এর সাথে খেলছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমার কাছে ইমপোর্টেন্ট হলো দুইটা পয়েন্ট, যার সাথে খেলা হোক না কেন আমাদের টিমের সবাই যেন একই মাইন্ডসেট নিয়ে থাকে, বড় দলের সবার ছোট দল হোক আমাদের দলের সবার মাইনষের যেন সবসময় একরকম থাকে।"

দেশের দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি খেলা দিয়ে তাদের সুনাম ধরে রাখতে পারছেনা। তবে সাকিব আশাবাদী নতুন পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় হারানো ঐতিহ্য ফিরে পাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

"এটা একটা ভিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আমি শিওর যে নতুন কমিটিতে যারা এসেছে তারা প্রানপন চেষ্টা করবে, যাতে করে প্রতিবছর মোহামেডান ক্লাব ট্রফি ঘরে আনতে পারে। শুধু ক্রিকেটেই না ক্রাফটি এছাড়া আর অন্যান্য খেলাধুলা অংশগ্রহণ করে সবগুলো চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার টিম করতে পারে এবং ট্রফি জয় লাভ করতে পারে, তাহলে অবশ্যই আমি খুশি হব।"

শাকিব কথা বলেছেন সদ্য শেষ হওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ নিয়েও।

"এই প্রথমবার আমার শ্রীলংকার সঙ্গে কোন সিরিজ জিতলাম। সে ক্ষেত্রে খুবই ভালো। অবশ্যই 3-0 জিততে পারলে খুবই ভালো হতো। একইসাথে শ্রীলংকার যদি ওদের বেস্ট ক্রিকেট খেলতো রেজাল্ট অন্যদিকে যেতে পারত। গুগোল আমি মনে করি আমাদের সবার গর্বিত অনুভব করা উচিত। এবং এখান থেকে আরো সামনে যাওয়া উচিত। আমার ভালো কুরিয়ার খারাপ করে সবাই যদি আমাদের কে সাপোর্ট দেয় অবশ্যই আমরা সেটার প্রতিদান দিতে পারব। "

সোমবার বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার ডিভিশন t20 শুরু করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।