রোদ বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যেই অনুশীলন করেছে মাশরাফি বাহিনী | jagonews24.com

  • 3 years ago
রোদ-বৃষ্টির লুকোচুরি খেলার মধ্যেই গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত (স্থানীয় সময়) সেন্ট্রাল উইকেটে অনুশীলন করেছে মাশরাফি বাহিনী। ঐচ্ছিক অনুশীলন হলেও ঊরুর পেশিতে টান পড়া সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন আর পেস বোলার রুবেল ছাড়া সকলেই প্র্যাকটিস করেছে।

এদিকে আজও অনুশীলন করবে বাংলাদেশ দল। কিন্তু তা সকালে। স্থানীয় সময় সকাল ১০টায় টনটনের সমারসেট কাউন্টি ক্লাব মাঠে শুরু হবে অনুশীলন। যা চলবে দুপুর পর্যন্ত। কিন্তু টনটনের আকাশ যথারীতি আজও আছে গোমড়া মুখ করে।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/sports/cricket/506739