সকালে নয়, টাইগারদের মঙ্গলবারের অনুশীলন শুরু হলো দুপুরে || Jagonews24.com

  • 3 years ago
জিম্বাবুয়ে দল ঢাকায় চলে এসেছে। এদিকে মিরপুর শেরে বাংলায় চলছে বাংলাদেশ দলের কঠোর অনুশীলন। আগের দিনের মতো আজও (মঙ্গলবার) অনুশীলন শুরুর কথা ছিল সকাল সাড়ে ৯টায়। তবে সোমবার রাতে হঠাৎই বদলে গেছে প্র্যাকটিসের সময়সূচি।

সকাল সাড়ে ৯টার বদলে আজ প্র্যাকটিস শুরু হয়েছে দুপুর ১টায়। যদিও সাড়ে ১২টার পর থেকেই হালকা ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মোস্তাফিজ-লিটনরা। ১টা বাজার ঠিক আগমুহূর্তে তাদের সঙ্গে যোগ দেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা...