BJP\'s Star Campaigners: প্রথম দফা ভোটে তারকা প্রচারকদের নাম ঘোষণা বিজেপির, তালিকায় মোদি, মিঠুন, পায়েল ও হিরণ

  • 3 years ago
বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে ইতিমধ্যেই। প্রথম কয়েক দফা ভোটের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে সরাসরি লড়াই বিজেপি ও তৃণমূলের মধ্যে। তৃতীয়বার ক্ষমতায় আসার মরিয়া চেষ্টা করছে শাসকদল। অন্যদিকে সব হিসেবে উলটে দিয়ে প্রথমবার রাজ্যে সরকার গড়ার লক্ষ্য নিয়েছে বিজেপি (BJP)। আর সেই জন্য তারাও কোনও চেষ্টার ত্রুটি রাখছে না। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই এরাজ্যে পড়ে রয়েছেন অনেক কেন্দ্রীয় নেতা। কয়েকদিনের মধ্যেই নির্বাচনী প্রচার শুরু করবে সব দলই। আজই প্রথম দফা নির্বাচনের জন্য তারকা প্রচারকদের (Star Campaigners) নাম ঘোষণা করেছে বিজেপি। তালিকায় মোট ৪০ জনের নাম রয়েছে। তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রয়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), পায়েল সরকার ( Payal Sarkar), শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও হিরণ চট্টোপাধ্যায়।