BJPর ব্রিগেড সমাবেশে MoDi| বাংলাকে কতটা বিকল্প দেখাতে পারলো? | পেওপ্লে

  • 3 years ago
পশ্চিম বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ (West Bengal assembly election 2021)এর আগে ৭ মার্চ ব্রিগেড (Brigade) সমাবেশের ডাক দিয়ে ছিল bjp । এই সভায় উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয় ( Kailash Vijayvargiya) , মুকুল রায় (Mukul Roy), শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari), বাবুল সুপ্রিয় (Babul Supriya)র মত bjp নেতারা। শেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা bjpর থেকে দৃষ্টি কেড়েনিতে শিলিগুড়িতে রোড সো করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। এই ব্রিগেড সমাবেশে BJP দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন MP অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakravorty)। মিঠুন চক্রবর্তীর নাম জড়িয়েছে সারদা কেলেঙ্কারিতে। নির্বাচনের আগে এই ব্রিগেড সমাবেশ আদৌ বাংলায় কোনো বিকল্প হাজির করতে পারলোকিনা সেই নিয়ে বিশ্লেষণ হাজির করেছেন সৌম্য মন্ডল Soumya Mondal / Soumo Mondal ।

#westbengalAssemblyelection
#Brigadebjp #bjpbrigade #modibrigade #brigademodi #westbengalAssemblypoll
#modi #pmmodi

Category

🗞
News

Recommended