আরও একবার মালায়লাম সিনেমা দৃশ্যমের আগমন, আরও একবার মোহনলাল-জিতু জোসেফ জুটির ধামাকা, আরও একটা মাস্টারক্লাস মুভি উপহার পেলো দর্শকেরা। মালায়লাম মাস্টারপিস থ্রিলার দৃশ্যমের কথা নিশ্চয়ই মনে আছে সবার, সেটারই দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছে কয়েকদিন আগে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবার পরেই তুমুল সাড়া ফেলেছে দৃশ্যম-২, কোন সিক্যুয়াল সিনেমার ক্ষেত্রে এমন বাম্পার রেসপন্স খুবই দুর্লভ ঘটনা।
প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন যে দৃশ্যম-২ নিয়ে, সেটা বুঝতেই পারছেন আপনারা। কিন্ত এই ভিডিওটা প্রথাগত ভিডিওগুলোর চেয়ে আলাদা। এখানে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব দৃশ্যম-২ সিনেমাটির জটবাধা সব টুইষ্ট নিয়ে, বিভিন্ন ফাঁকফোঁকর এবং খুঁটিনাটি নিয়ে। কাজেই স্পয়লারে ভর্তি একটি ভিডিও হতে যাচ্ছে এটি। যারা এখনও দৃশ্যম-২ দেখেননি, তাদেরকে অনুরোধ করব এই ভিডিও না দেখতে। চলুনু শুরু করা যাক, থাকুন ভিডিওর শেষ মুহুর্ত পর্যন্ত।
প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন যে দৃশ্যম-২ নিয়ে, সেটা বুঝতেই পারছেন আপনারা। কিন্ত এই ভিডিওটা প্রথাগত ভিডিওগুলোর চেয়ে আলাদা। এখানে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব দৃশ্যম-২ সিনেমাটির জটবাধা সব টুইষ্ট নিয়ে, বিভিন্ন ফাঁকফোঁকর এবং খুঁটিনাটি নিয়ে। কাজেই স্পয়লারে ভর্তি একটি ভিডিও হতে যাচ্ছে এটি। যারা এখনও দৃশ্যম-২ দেখেননি, তাদেরকে অনুরোধ করব এই ভিডিও না দেখতে। চলুনু শুরু করা যাক, থাকুন ভিডিওর শেষ মুহুর্ত পর্যন্ত।
Category
🎥
Short film