রতনপুরে মহারাষ্ট্র থেকে বাড়ী ফিরেই কোভিড পজেটিভ এক যুবক, কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে সীল করা হল গ্রামে ঢোকার রাস্তা।

  • 4 years ago
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মহারাষ্ট্র থেকে গ্রামে ফেরার পর কোভিড পজেটিভ ধরা পড়ল এক ব্যক্তির। ঘটনাটি জেলার ওন্দা ব্লকের রতনপুরের সারদাপল্লী এলাকার। জানা গেছে,বছর ৩৮ এর এই যুবক মহারাষ্ট্র থেকে গ্রামে ফেরার পর,তার লালারসের নমুনা পরীক্ষায় পাঠানো হলে পজেটিভ ফল মেলে। এর পরই তড়িঘড়ি ওন্দা কোভিড হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। এবং এলাকাটিকে ব্রডব্যান্ড কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে প্রশাসন। গ্রামে ঢোকার মুখে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে সিল করে দেওয়ার পাশাপাশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান শ্যামল বরণ মন্ডল জানান, এলাকায় মাইক প্রচার করে মানুষজনকে সচেতন করা হচ্ছে।এবং গ্রামে ব্যারিকেড করে সীল করে দেওয়া হয়েছে।
অন্যদিকে,স্বাস্থ্য দপ্তর এই রোগীর নিবিড় সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহ্ণিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থার পাশাপাশি, লালারসের নমুনা পরীক্ষায় পাঠাবে বলে জানা গেছে।