মহারাষ্ট্রের রেড জোন থেকে গ্রামে পরিযায়ী শ্রমিকের দল, করোনা ঠেকাতে অভিনব পন্থা গ্রামবাসীদের।

  • 4 years ago
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মহারাষ্ট্রের থানের করোনা রেড জোন থেকে গ্রামে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রামের মানুষ তিনদিনের চেষ্টায় বাঁশ আর ত্রিপল দিয়ে বানিয়ে ফেললেন কোয়ারেন্টাইন সেন্টার। আর টানা ১৪ দিনের জন্য এই মহারাষ্ট্র ফেরত ৯ জনের খাওয়া,দাওয়া সহ সব দায়িত্বও নিজেদের কাঁধে তুলেও নিলেন তারা।
আজ ভোরে প্রায় ১০০ ঘন্টা টানা লরি চড়ে গ্রামে ঢোকেন এই দলটি। দলে একটি শিশু তার মাও রয়েছেন।
জানা গেছে মুম্বাইয়ের থানে জেলার কল্যানে জামা কাপড়ের ছিট তৈরীর কারখানায় এরা শ্রমিকের কাজ করতেম। লকডাউনে কাজ হারিয়ে তারা বাধ্য হয়ে গ্রামে ফিরে এসেছেন। ফেরার পথে খড়গপুর ও সিমলাপালে তাদের মেডিকেল চেকআপও হয়েছে। গ্রামে স্বাস্থ্য কর্মীরাও এক প্রস্ত মেডিকেল পরীক্ষা করেছেন।পাশাপাশি, আরও একবার তাদের লালারসের নমুনা পরীক্ষা করবে জেলার স্বাস্থ্য দপ্তরও। সেই ব্যবস্থাও করেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য চন্দ্রনাথ গুপ্ত। তিনি জানান, টানা ১৪ দিন এদের যাবতীয় দায়িত্ব গ্রামের মানুষ সানন্দে নিচ্ছেন। আর এইভ ৯ জনকে যেমন কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না, তেমনি গ্রামবাসীদেরও ওদের থেকে দুরত্ব বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি তাদের মেডিকেল তথ্যও রাখা হচ্ছে নিয়ম করে।
করোনা আবহে, এভাবেই মানবিকতা আর সতর্কতা দুইই রক্ষার দায়িত্ব ভার নিজেদের কাঁধে তুলে নিয়ে কার্যত নজির গড়লেন সেন্দড়ার গ্রামের বাসিন্দারা। তাদেরকে কুর্নিশ জানাচ্ছি আমরাও।