কার্ড নাও।what is pan card you know, প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর শুধুই কি আয়কর সংক্রান্ত বিষয়ের জন্যই প্রয়োজন?
মোটেই তা নয়। ১০টি সংখ্যার এই আলফা-নিউম্যারিক নম্বরটি কাজে লাগে আরও বৃহত্তর ক্ষেত্রে। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলিই-১. যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকার বেশি ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে বিনিয়োগের সময় প্যান কার্ড বাধ্যতামূলক। এমনকী পোস্ট অফিসেও এই একই নিয়ম মেনে চলা হয়।২. হোটেল বা রেস্তোঁরায় ২৫ হাজার টাকা বিল মেটানোর ক্ষেত্রে প্যান নম্বরের প্রয়োজন হতে পারে।৩. ১ লক্ষ টাকার বেশি মূল্যের সিকিউরিটিজ কেনা বা বিক্রির জন্য প্যানের প্রয়োজন। আবার মিউচুয়াল ফান্ডে ৫০ হাজারের বেশি বিনিয়োগেও প্যান নম্বর দরকার।৪. ৫০ হাজার বা তার বেশি মূল্যের ব্যাঙ্ক ড্রাফট, পে অর্ডার বা ব্যাঙ্কার্স চেকের জন্য প্রয়োজন প্যান নম্বর।৫. ব্যাঙ্কে এক দিন ৫০ হাজার টাকার বেশি জমা করার জন্য প্যান প্রয়োজন।৬. ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের আবেদনে প্যান নম্বর বাধ্যতা মূলক।৭. শেয়ার, ডিবে্চার এবং স্টকের ক্ষেত্রে টাকার পরিমাণ ৫০ হাজারের গণ্ডি পার হলেই প্যান লাগে।৮. বছরে ৫০ হাজার টাকার বেশি জীবন বিমার প্রিমিয়াম জমা করতেও প্যান প্রয়োজন।৯. সুপ্রিম কোর্ট জানিয়েছে, আয়কর জমার ক্ষেত্রে প্যান নম্বরের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক।১০. ক্রেডিট স্কোর পরীক্ষা করার সময় প্যান নম্বরের দরকার পড়ে।
মোটেই তা নয়। ১০টি সংখ্যার এই আলফা-নিউম্যারিক নম্বরটি কাজে লাগে আরও বৃহত্তর ক্ষেত্রে। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলিই-১. যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে ৫০ হাজার টাকার বেশি ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে বিনিয়োগের সময় প্যান কার্ড বাধ্যতামূলক। এমনকী পোস্ট অফিসেও এই একই নিয়ম মেনে চলা হয়।২. হোটেল বা রেস্তোঁরায় ২৫ হাজার টাকা বিল মেটানোর ক্ষেত্রে প্যান নম্বরের প্রয়োজন হতে পারে।৩. ১ লক্ষ টাকার বেশি মূল্যের সিকিউরিটিজ কেনা বা বিক্রির জন্য প্যানের প্রয়োজন। আবার মিউচুয়াল ফান্ডে ৫০ হাজারের বেশি বিনিয়োগেও প্যান নম্বর দরকার।৪. ৫০ হাজার বা তার বেশি মূল্যের ব্যাঙ্ক ড্রাফট, পে অর্ডার বা ব্যাঙ্কার্স চেকের জন্য প্রয়োজন প্যান নম্বর।৫. ব্যাঙ্কে এক দিন ৫০ হাজার টাকার বেশি জমা করার জন্য প্যান প্রয়োজন।৬. ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের আবেদনে প্যান নম্বর বাধ্যতা মূলক।৭. শেয়ার, ডিবে্চার এবং স্টকের ক্ষেত্রে টাকার পরিমাণ ৫০ হাজারের গণ্ডি পার হলেই প্যান লাগে।৮. বছরে ৫০ হাজার টাকার বেশি জীবন বিমার প্রিমিয়াম জমা করতেও প্যান প্রয়োজন।৯. সুপ্রিম কোর্ট জানিয়েছে, আয়কর জমার ক্ষেত্রে প্যান নম্বরের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক।১০. ক্রেডিট স্কোর পরীক্ষা করার সময় প্যান নম্বরের দরকার পড়ে।
Category
🗞
News