• 5 years ago
]সন্তান পিতা মাতার সাথে কেন খারাপ ব্যবহার করে?
পৃথিবীতে সন্তানের সবচেয়ে আপনজন যেমন তার পিতা-মাতা, ঠিক তেমনি পিতা-মাতার পরম বুকের ধন তার সন্তান। এ বন্ধন অকৃত্রিম; যার কোনো সীমারেখা নেই। আমি এই যে কথাগুলো বললাম এসব আমরা সবাই জানি। কিন্তু কেন যেন আধুনিকতার এ যুগে সন্তান ও পিতা-মাতার পারস্পরিক সম্পর্ক কেমন যেন হয়ে গেছে। ইন্টারনেটনির্ভর প্রজন্মের আত্মিক ইন্দ্রিয় আজ অবশ।আর কেনই বা এমন হচ্ছে তা জানতে পূর্ণাঙ্গ বয়ানটি দেখুন...!

Category

📚
Learning

Recommended