• 5 years ago
ধ র্ষ ণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসপাতালে ভর্তির আগে ও পরে কয়েকজন শিক্ষক ও বন্ধুকে তার ধ র্ষ ণের শিকার হওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন। সেসময় তিনি ওই ধ*র্ষককে খুবই দাম্ভিক, ঠাণ্ডা মাথার সিরিয়াল কিলার এবং এর আগেও একাধিকবার ধ র্ষ ণের মতো অপরাধকারীর মতো মনে হয়েছে বলে মন্তব্য করেছেন।

ধ*র্ষনের শিকার ওই ছাত্রী বলেন, ‘ধ র্ষ ক বারবার আমার নাম জিজ্ঞেস করছিল। আমি ভাবছিলাম, আমি ঢাবি শিক্ষার্থী বললে আমাকে মেরে ফেলবে। আমার পরিচয় জানলে আমি বাঁচবো না। ওই লোক খুব দাম্ভিক ছিল। আমি তাকে প্রতিরোধ করতে পারিনি

Category

🗞
News

Recommended