• 7 years ago
আবুল বরকাত দেশভাগের পর মুর্শিদাবাদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের ঝুঁকির কথা জেনেও তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর পুলিশের সামনে এসে দাঁড়িয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন অমর ভাষা আন্দোলনে। বরকাতের মতো ভাষা শহীদদের আত্মোৎসর্গের মধ্য দিয়ে আমরা মাতৃভাষার অধিকার পেয়েছি।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের গৌরবগাঁথার সামনে গিয়ে দাঁড়ানোর তাড়না থেকে এই প্রামাণ্যচিত্রে বায়ান্ন'র মিছিলে ভাষা শহীদদের একজন হিসেবে বরকাতের উপস্থিতি কতটুকু স্বতঃস্ফূর্ত কিংবা কতটুকু আকস্মিক তার অনুসন্ধান করা হয়েছে। ভাষা আন্দোলনের বহু অনুদঘাটিত তথ্যের উদঘাটন, দুর্লভ ফুটেজের উপস্থাপনের মধ্য দিয়ে দুই বাংলায় চিত্রায়িত এই প্রামাণ্যচিত্রে ইতিহাসের যে পুনর্নির্মাণ করা হয়েছে তাতে বরকাত এবং ভাষা আন্দোলনের এক নতুন দ্যোতনার পরিচয় পাওয়া যাবে।

বায়ান্ন'র মিছিলে তাই শুধু মিছিলের গল্প নয়, এটি মানুষের চিরন্তন অগ্রযাত্রার একটি নির্মোহ তথ্যচিত্র।

Category

🗞
News

Recommended