মূল লিঙ্কঃ
https://www.jugantor.com/news-archive/last-page/2016/09/28/63850/%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0
আদালতে নির্মম নির্যাতনের বর্ণনা দিল সাব্বির
ইউএনও-ওসির বিষয়ে আদেশ ১৮ অক্টোবর
সাব্বির আদালতকে বলেছে, “১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত নয়টায় আমি বাড়িতে ছিলাম। এমন সময় বাইরে থেকে কেউ আমাকে ডাক দেয়, ‘সাব্বির বাড়িতে আছ।’ বাইরে এসে দেখি সিভিল ড্রেসে একজন ও আরেকজন পুলিশ আমাকে বলেন, ‘তোমাকে থানায় যেতে হবে।’ এরপর আমাকে থানার ওসির রুমে নিয়ে যায়। ওসি আমাকে মোবাইল ফোন দেখিয়ে বলে, ‘এগুলো কী লিখছোস।’ আমি বলেছি, ‘এগুলো আমি লিখি নাই।’ এরপর বারবার আমাকে এ বিষয়ে জিজ্ঞাস করলে আমি আবারও বলি লিখি নাই।” এমপিকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় নির্মম নির্যাতনের শিকার এবং দু’বছরের কারাদণ্ডপ্রাপ্ত নবম শ্রেণীর স্কুলছাত্র সাব্বির শিকদার হাইকোর্টে এ বক্তব্য তুলে ধরে।
সে বলে, ‘এরপর আমাকে এমপির বাসায় নিয়ে যাওয়া হয়। আমি এমপির বাসায় গিয়ে দেখি তিনি সোফায় বসে আছেন। আমাকে তার সামনে নিয়ে যাওয়া হলে তিনি আমাকে বলেন, তুই আমার বিরুদ্ধে কী লিখছোস? এরপর এমপি আমাকে দুটি আঘাত করেন।’
সাব্বির আদালতে আরও বলে, এ সময় এমপি ওসিকে বলেন, ওকে থানায় নিয়ে যাও। তারপর আমাকে থানায় নিয়ে এসে চোখ বেঁধে নির্যাতন করা হয়। তারা আমাকে বলে, তোকে ক্রসফায়ারে দিব। ক্রসফায়ারের ভয় এবং নির্যাতনের কারণে আমি বাধ্য হয়ে স্বীকার করেছি। তারপর আমাকে বলে, এ ধরনের লেখা আর লিখবি না। এ ঘটনার তিন দিন পর আমাকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) রুমে নিয়ে যাওয়া হয়। ইউএনও আমাকে বুকে লাথি মেরে ফেলে দেন। এ সময় আমার হুঁশ ছিল না। কে যেন আমাকে ওইখান থেকে উঠিয়ে নেয়। আমাকে থানায় নিলে ওসি বলেন, তোমাকে দু’বছরের দণ্ড দেয়া হয়েছে। এ সময় সাব্বির আদালতে কান্নায় ভেঙে পড়ে বলে, আমি এ ঘটনার বিচার চাই। এ পর্যায়ে আদালত বলেন, কেউ কি তোমাকে এ বক্তব্য শিখিয়ে দিয়েছে। তখন সাব্বির বলে, কেউ শিখিয়ে দেয়নি। আমি গাঁজা খাই না। এর সঠিক বিচার চাই। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চে নির্যাতনের এই বর্ণনা তুলে ধরেন। তার বর্ণনাকালে আদালতে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থীসহ সবাই স্তম্ভিত হয়ে যান।
https://www.jugantor.com/news-archive/last-page/2016/09/28/63850/%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0
আদালতে নির্মম নির্যাতনের বর্ণনা দিল সাব্বির
ইউএনও-ওসির বিষয়ে আদেশ ১৮ অক্টোবর
সাব্বির আদালতকে বলেছে, “১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত নয়টায় আমি বাড়িতে ছিলাম। এমন সময় বাইরে থেকে কেউ আমাকে ডাক দেয়, ‘সাব্বির বাড়িতে আছ।’ বাইরে এসে দেখি সিভিল ড্রেসে একজন ও আরেকজন পুলিশ আমাকে বলেন, ‘তোমাকে থানায় যেতে হবে।’ এরপর আমাকে থানার ওসির রুমে নিয়ে যায়। ওসি আমাকে মোবাইল ফোন দেখিয়ে বলে, ‘এগুলো কী লিখছোস।’ আমি বলেছি, ‘এগুলো আমি লিখি নাই।’ এরপর বারবার আমাকে এ বিষয়ে জিজ্ঞাস করলে আমি আবারও বলি লিখি নাই।” এমপিকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় নির্মম নির্যাতনের শিকার এবং দু’বছরের কারাদণ্ডপ্রাপ্ত নবম শ্রেণীর স্কুলছাত্র সাব্বির শিকদার হাইকোর্টে এ বক্তব্য তুলে ধরে।
সে বলে, ‘এরপর আমাকে এমপির বাসায় নিয়ে যাওয়া হয়। আমি এমপির বাসায় গিয়ে দেখি তিনি সোফায় বসে আছেন। আমাকে তার সামনে নিয়ে যাওয়া হলে তিনি আমাকে বলেন, তুই আমার বিরুদ্ধে কী লিখছোস? এরপর এমপি আমাকে দুটি আঘাত করেন।’
সাব্বির আদালতে আরও বলে, এ সময় এমপি ওসিকে বলেন, ওকে থানায় নিয়ে যাও। তারপর আমাকে থানায় নিয়ে এসে চোখ বেঁধে নির্যাতন করা হয়। তারা আমাকে বলে, তোকে ক্রসফায়ারে দিব। ক্রসফায়ারের ভয় এবং নির্যাতনের কারণে আমি বাধ্য হয়ে স্বীকার করেছি। তারপর আমাকে বলে, এ ধরনের লেখা আর লিখবি না। এ ঘটনার তিন দিন পর আমাকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) রুমে নিয়ে যাওয়া হয়। ইউএনও আমাকে বুকে লাথি মেরে ফেলে দেন। এ সময় আমার হুঁশ ছিল না। কে যেন আমাকে ওইখান থেকে উঠিয়ে নেয়। আমাকে থানায় নিলে ওসি বলেন, তোমাকে দু’বছরের দণ্ড দেয়া হয়েছে। এ সময় সাব্বির আদালতে কান্নায় ভেঙে পড়ে বলে, আমি এ ঘটনার বিচার চাই। এ পর্যায়ে আদালত বলেন, কেউ কি তোমাকে এ বক্তব্য শিখিয়ে দিয়েছে। তখন সাব্বির বলে, কেউ শিখিয়ে দেয়নি। আমি গাঁজা খাই না। এর সঠিক বিচার চাই। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চে নির্যাতনের এই বর্ণনা তুলে ধরেন। তার বর্ণনাকালে আদালতে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থীসহ সবাই স্তম্ভিত হয়ে যান।
Category
🗞
News