পশ্চিমবঙ্গের স্কুলে সামরিক প্রশিক্ষণ!

  • 7 years ago
পশ্চিমবঙ্গের স্কুলে সামরিক প্রশিক্ষণ!

পশ্চিমবঙ্গে সরকারী স্কুলে সংখ্যালঘু মুসলিম বিদ্বেষী বিশ্ব হিন্দু পরিষদ সামরিক প্রশিক্ষণ দিচ্ছে যুবকদের। কোন রকম রাখঢাক না রেখেই সেটা আবার মিডিয়ায় বলছেন তাঁরা। 'লাভ জিহাদ' ঠেকাতে নাকি তাঁরা প্রশিক্ষণ নিচ্ছে। ইতিহাসের সাথে মিলিয়ে নিলে বিষয়টা বুঝতে সুবিধা হয়। ক্যামব্রিজ গবেষক পশ্চিমবঙ্গের জয়া চ্যাটার্জী তার বিখ্যাত 'বাঙলা ভাগ হল' বইতে লেখেন;

''ত্রিশ দশকের শেষে এবং চল্লিশ দশকের প্রথম দিকে কোলকাতা ও মফস্বল শহরগুলোতে হিন্দু স্বেচ্ছাসেবক গ্রুপের সংগঠন প্রতিষ্ঠার আধিক্য দেখা যায়- এসব গ্রুপের বিঘোষিত নীতি ছিল হিন্দুদের ঐক্যবদ্ধ করা; কিন্তু তারা ভদ্রলোক যুবকদেরকে দৈহিক যোগ্যতা অর্জন করতে ও আধা-সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে উৎসাহ দিতে অধিকতর শক্তি ব্যয় করত। সম্ভবত এসব সংগঠনের মধ্যে সবচেয়ে বড় ও সবচেয়ে সুসংগঠিত সংঠন ছিল ভারত সেবাশ্রম সংঘ- এটা ছিল হিন্দু মহাসভার স্বেচ্ছাসেবক শাখা।''(১) এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরাই ১৯৪৬ সালে কুখ্যাত কোলকাতা দাঙ্গায় সবার আগে ঝাঁপিয়ে পড়েছিল।

প্রশ্ন হচ্ছে, এখন কি এমন হচ্ছে যে হিন্দু যুবকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে সাবেক সেনারা? ভারত কি কোন নতুন যুদ্ধে অবতীর্ণ হচ্ছে? তখন না হয় ইংরেজদের থেকে দেশ স্বাধীনের প্রশ্ন ছিল। কিন্তু এখন কেন? আসলে ভারতে কলোনিয়াল পিরিয়ডে মুসলিম বিদ্বেষী যে ন্যারেটিভস তৈরি হয়েছে সেটা আজও চলছে। সেখান থেকে বের হয়ে আসতে পারেনি কংগ্রেস, বিজেপি এমনকি কমিউনিস্টরাও।

নোটঃ

(১) বিস্তারিত দেখুন; কলকাতা দাঙ্গার পটভূমি তৈরিতে স্বেচ্ছাসেবক সংগঠনের ভূমিকা, http://www.muldharabd.com/?p=1527

Recommended