• 8 years ago
আজকের Sketchup Tutorials-এ তোমরা শিখবে Line এবং Erase Tools-এর কাজ সম্পর্কে।

১. Sketchup-এ সবচেয়ে বহুল ব্যবহৃত Tools হচ্ছে Line Tools. সমস্ত অবজেক্ট তৈরীতেই Line Tools ব্যবহার করা হয়। এক কথায় Sketchup-এ Line-এর কোন বিকল্প নেই।

২. Line Tools- একটি পেন্সিল চিহ্ন। Tool বার ও Tool প্যালেটে Line Tools-টি রয়েছে। এছাড়া Menu-বারের Draw Menu থেকেও আমরা Line Tools-টি পেতে পারি।

৩. 2D, 3D-সহ সকল Object তৈরী করতে আমরা Line Tools-টি ব্যবহার করি।

৪. Line Tools-এর Keyboard Shortcut হচ্ছে L. L= Line Tools.

৫. Line সিলেক্ট করে প্রয়োজনীয় স্থানে ক্লিক করে কাজ করতে পারি, আবার নির্দিষ্ট মাপে কাজ করতে চাইলে মাপ দিয়েও কাজ করা যায়।

৬. আমরা যেমন দিক বুঝাতে পুর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন ব্যবহার করি তেমন Sketchup-এ দিক বুঝাতে Red, Green, Blue Axis রয়েছে। কাজের সময় আমরা এই এক্সিস ধরেই কাজ করি।

৭. একটি লাইন নিয়ে কাজ করার সময় লক্ষ করো লাইনটি কখনও লাল, কখনও সবুজ বা কখনও নীল কালার ধারন করছে। এর কারণ হলো লাইনটি যদি Red Axis-এর সমান্তরাল হয় তবে তা লাল দেখাবে।
লাইনটি যদি সবুজ Green Axis-এর সমান্তরাল হয় তবে তা সবুজ দেখাবে।
আর যদি Blue Axis-এর সমান্তরাল হয় তবে তা নীল দেখাবে। Blue Axis মূলত কোন Object-এর Height.

৮. আমরা যদি লাইন Red Axis-এর সমান্তরাল করতে চাই তবে কী-বোর্ড থেকে Right Arrow Key একবার প্রেস করবো। লক্ষ করো লাইনটি আগের থেকে মোটা দেখাচ্ছে আর পয়েন্টার আমরা যে দিকেই নিই না কেন লাইন শধুমাত্র Red Axis বরাবর বর্ধিত হচ্ছে।
একইভাবে Green Axis-এ চাইলে Left Arrow Key, Blue Axis-এ চাইলে Up or Down Arrow Left Key একবার প্রেস করো।

৯. একই সমতলে Line-গুলো সংযুক্ত হলে একটি Face তৈরী হবে।

১০. Lind Command নিয়ে কোন Object বা Line-উপর দিয়ে যেতে থাকলে তার Start Point, Mid Point, End Point ইত্যাদি নির্দেশ করবে।

১১. Line Command বাতিল করতে Esc Key চাপতে হবে।

এবারে আসি Erase Tools সম্পর্কে:
১. Erase Tools একটি ইরেজার, মূলত কোন লাইন, অবজেক্ট ইত্যাদি মুছে ফেলার জন্য Erase Tools-টি ব্যবহৃত হয়।
২. Tool বার ও Tool প্যালেটেও Erase Tools -টি রয়েছে।
৩. Erase Tools-এর Keyboard Shortcut হচ্ছে E. E= Erase Tools.
৪. কোন Line বা Object-এর উপর Erase Tools-টি নিয়ে আমরা তা মুছতে পারি। অথবা Object Select করে তার উপর Erase Tools-নিয়ে মুছতে পারি। আবার Object Select করে Key Board থেকে Delete Key Press করেও মুছতে পারি।


Thanks,
Md. Al-Amin
www.facebook.com/madworldbd
www.facebook.com/alaminmunnaa
Cell: +8801726777797
+8801769915818

Hash Tags:
#google #sketchup #tutorial #bangla #al #amin #munnaa #munna #alaminmunnaa #rajshahi #line #erase #tools #command #how #to #learn #use #delete #object #interior #exterior #design #max #auto #cad #mad #world #bd #madworldbd

Category

🤖
Tech

Recommended