• 7 years ago
কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশের সাথে ডাকাত দলের গুলি বিনিময়ে মোস্তফা নামের এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার লড়িবাগ রেল গেইটের অদূরে রাস্তায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা শাখার এসআই শাহ কামাল আকন্দ জানান, ওই সড়কে দীর্ঘ দিন ধরে রাস্তায় রশি ফেলে ডাকাতি করে আসছিল একটি সংঘবব্ধ সশস্ত্র ডাকাত দল। গত ২১ মার্চ রাতে ওই স্থানে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত হন এক জুয়োলীর ব্যবসায়ী। ওই ঘটনায় গ্রেফতার হওয়া ২ ডাকাত তাদের সহযোগীদের নাম প্রকাশ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

এরই সূত্র ধরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ওই এলাকায় যায়। পুলিশ লড়িবাগ রেল লাইন এলাকায় পৌঁছাতেই ডাকাত দল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে মোস্তফা নামের এক ডাকাত গুলিবিব্ধ হয়। মারাত্মক আহত মোস্তফাকে কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত পৌনে ১টার দিকে ডাক্তার তকে মৃত ঘোষণা করেন।

এস এম মাসুদ রানা
কুমিল্লা।

Category

🗞
News

Recommended