জীবন মানে যুদ্ধ। জীবন মানে হাসি-কান্না। জীবন মানে পাগালামী করা। জীবন মানে বার বার আশাহত হয়েও আশায় বুক বাধা। জীবন মানে মেঘলা আকাশে ছবি আকা। জীবন মানে ক্ষিধার জ্বালায় জ্বলতে জ্বলতেও পাশের রাস্তায় পরে থাকা মানুষটাকে পেট ভরে খাওয়ানা। জীবন মানে এক টুকরা হাসি। জীবন মানে ভোরের শিশির। জীবন মানে একটা আন্দোলন। জীবন মানে মাকে জড়িয়ে একটু কান্না। জীবন মানে নিজের সন্তানের হাসিতে হাসা। জীবন মানে অনেক অনেক কিছু। জীবন মানে বেঁচে থাকা।
Category
🎵
Music