শ্রীরামকৃষ্ণ-আরাত্রিক ভজন
মিশ্র—চৌতাল
রচনা- স্বামী বিবেকানন্দ
খণ্ডন-ভব-বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায়।
নিরঞ্জন, নররূপধর, নির্গুণ, গুণময়।।
মোচন-অঘদূষণ জগভূষণ, চিদ্,ঘনকায়।
জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন বীক্ষণে মোহ যায়।।
ভাস্বর ভাব-সাগর চির-উন্মাদ প্রেম-পাথার।
ভক্তার্জন-যুগলচরণ, তারণ-ভব-পার।।
জৃম্ভিত-যুগ-ঈশ্বর, জগদীশ্বর, যোগসহায়।
নিরোধন, সমাহিত মন, নিরখি তব কৃপায় ।।
ভঞ্জন-দুঃখগঞ্জন করুণাঘন, কর্মকঠোর ।
প্রাণার্পণ-জগত-তারণ, কৃন্তন-কলিডোর ।।
বঞ্চন-কামকাঞ্চন, অতিনিন্দিত-ইন্দ্রিয়-রাগ।
ত্যাগীশ্বর, হে নরবর, দেহ পদে অনুরাগ ।।
নির্ভয়, গতসংশয়, দৃঢ়নিশ্চয়মানসবান্ ।
নিষ্কারণ-ভকত-শরণ, ত্যজি জাতিকুলমান ।।
সম্পদ তব শ্রীপদ, ভব গোষ্পদ-বারি যথায়।
প্রেমার্পণ, মমদরশন, জগজন-দুঃখ যায় ।।
নমো নমো প্রভু বাক্যমনাতীত মনোবচনৈকাধার।
জ্যোতির জ্যোতি উজল হৃদিকন্দর তুমি তমভঞ্জনহার ।।
ধে ধে ধে, লঙ্গ রঙ্গ ভঙ্গ, বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ,
গাইছে ছন্দ ভকতবৃন্দ, আরতি তোমার ।।
(জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার
শিব শিব আরতি তোমার)
মিশ্র—চৌতাল
রচনা- স্বামী বিবেকানন্দ
খণ্ডন-ভব-বন্ধন, জগ-বন্দন বন্দি তোমায়।
নিরঞ্জন, নররূপধর, নির্গুণ, গুণময়।।
মোচন-অঘদূষণ জগভূষণ, চিদ্,ঘনকায়।
জ্ঞানাঞ্জন-বিমল-নয়ন বীক্ষণে মোহ যায়।।
ভাস্বর ভাব-সাগর চির-উন্মাদ প্রেম-পাথার।
ভক্তার্জন-যুগলচরণ, তারণ-ভব-পার।।
জৃম্ভিত-যুগ-ঈশ্বর, জগদীশ্বর, যোগসহায়।
নিরোধন, সমাহিত মন, নিরখি তব কৃপায় ।।
ভঞ্জন-দুঃখগঞ্জন করুণাঘন, কর্মকঠোর ।
প্রাণার্পণ-জগত-তারণ, কৃন্তন-কলিডোর ।।
বঞ্চন-কামকাঞ্চন, অতিনিন্দিত-ইন্দ্রিয়-রাগ।
ত্যাগীশ্বর, হে নরবর, দেহ পদে অনুরাগ ।।
নির্ভয়, গতসংশয়, দৃঢ়নিশ্চয়মানসবান্ ।
নিষ্কারণ-ভকত-শরণ, ত্যজি জাতিকুলমান ।।
সম্পদ তব শ্রীপদ, ভব গোষ্পদ-বারি যথায়।
প্রেমার্পণ, মমদরশন, জগজন-দুঃখ যায় ।।
নমো নমো প্রভু বাক্যমনাতীত মনোবচনৈকাধার।
জ্যোতির জ্যোতি উজল হৃদিকন্দর তুমি তমভঞ্জনহার ।।
ধে ধে ধে, লঙ্গ রঙ্গ ভঙ্গ, বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ,
গাইছে ছন্দ ভকতবৃন্দ, আরতি তোমার ।।
(জয় জয় আরতি তোমার, হর হর আরতি তোমার
শিব শিব আরতি তোমার)
Category
🦄
Creativity