• 10 years ago
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরো গো কী দশা হয়েছে--
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে ॥
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
দরশন নেব তবে চ'লে যাব, অনেক দিনের বাসনা ॥
"নাথ নাথ' ব'লে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে--
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে--
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে ॥

Since you have left alone, let me go – look at my deplorable condition.
Unhappy face, depressed heart, bereaved soul is completely submerged.
Clad as an estranger I come to you to disclose my pain.
My desires for long, achieve glimpse of your holy image.
I’ll tenderly call you ‘O Lord, O Lord’, keep you in my loving heart
You’ll not be able to ignore the call from a despondent.
As your holy face is revealed tears would trickle down from my eyes,
I shall lay down myself under your auspicious feet and never resign.

Category

🎵
Music

Recommended