• last year
রুকনুদ্দিন বাইবার্স শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। মিসরের সুলতান সালাউদ্দীন আইয়ুবীর কথা জানলেও সুলতান রুকুনদ্দিন বাইবার্সের বীরত্বপূর্ণ জীবনী অনেকেরই অজানা। রুকনুদ্দিন বাইবার্স ১৯ জুলাই ১২২৩ সালে কিপচাক উপত্যকার (বর্তমান কাজাখস্তান) কুমান গোত্রে জন্মগ্রহণ করেন। কিপচাক উপত্যকায় যাযাবর সম্প্রদায়ের লোকজন বসবাস করত। তারা ছিল কর্মঠ, নিষ্ঠাবান ও তেজস্বী। তাই দেহরক্ষী হিসেবে কিপচাক উপত্যকা থেকে দাস কিনে আনতেন সে সময়কার রাজারা। যাদের কিনে প্রশিক্ষণ দিতেন তাদের সবাই মামলুক। মামলুক যোদ্ধারা সবকিছুতে পারদর্শী ছিলেন। তাদের তলোয়ার চালানো ছিল অন্য সবার থেকে আলাদা।

Category

📚
Learning

Recommended