ঈগল ঘুড়ি (Eagle Kite) তৈরি মোঃ সাদ্দাম হোসেন । সুজানগর, পাবনা।পাবনার আকাশে বর্তমান চারিদিকে অনেক ঘুড়ি উড়ছে। পাবনা জেলার সুজানগর উপজেলায় গ্রাম ক্রোড়দুলিয়া মোঃ সাদ্দাম হোসেন তিনি ঘুড়ি তৈরি করতে পারদর্শী এবং ঘুড়ি তৈরি করা তার খুব শখ। এই বছরে তিনি শতাধিক ঘুড়ি তৈরি করেছেন ।এর মাঝে তৈরি করেছেন ঈগল ঘুড়ি।তার নতুন নতুন আবিষ্কারে মানুষ মুগ্ধু । এই ইগল ঘুড়িটি দেখার জন্য প্রতিদিন মানুষ ভিড় জমাচ্ছে। তাই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি ভাল লাগবে।তাই চ্যানেল টি সাবস্ক্রাইব (SUBSCRIBE) করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
Category
😹
Fun