Holy Child K. G. School

@hckgs
A Co-ed Bengali Medium School with English and Hindi Languages having Nursery to Class IV.

This school is enlisted in National Scholarship Scheme.
District Information System for Education (DISE Code) : 19112702104

We follow W.B.B.P.E Curriculum

------------------------------------------------------------------------

কেন হোলি চাইল্ড কে. জি. স্কুল অবিভাবকদের প্রথম পছন্দ?


* ২৮ বছরের অভিজ্ঞতা :-------------

আমরা ১৯৮৯ সাল থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বিদ্যালয়টিকে আধুনিক থেকে আধুনিকতর করে তুলতে পেরেছি। বিগত ২৮ বছর ধরে আমরা আমাদের ছাত্রছাত্রীদের যুগোপযোগী করে তোলার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছি।


* শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অনুপাত = ১ : ২৫ :--

একটি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কতটা ভালো সেটা অনেকটাই নির্ভর করে শিক্ষক বা শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অনুপাতের ওপর। সর্বোপরি একজন শিক্ষক বা শিক্ষিকা একটি মানুষই, তার পক্ষে কোনো ভাবেই সম্ভব নয় এক সাথে ৭০, ৮০ বা ১০০ জনকে যত্ন সহকারে সমান ভাবে পড়ানো। আর ঠিক এই কারণেই আমরা প্রতি ২৫ টি ছাত্রছাত্রী (গড়) পিছু ১টি করে করে শিক্ষিকা নিয়োগ করেছি।


* হিন্দী শিক্ষা :---------------------------

ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমরা আমাদের পাঠক্রমে হিন্দী ভাষাকে অন্তর্ভুক্ত করেছি। কারণ আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গের বাইরে কর্মসূত্রে স্থানান্তরিত হলে হিন্দী ভাষা জানাটা আবশ্যক হয়ে পড়ে।


* বিনামূল্যে কম্পিউটার শিক্ষা :--------------

বর্তমান সময়ে কম্পিউটারের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। আর ঠিক সেই কারণেই আমরা আমাদের ছাত্রছাত্রীদের যুগোপযোগী করে তোলার লক্ষ্যে ২০১৩ সাল থেকে বিনামূল্যে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছি। বর্তমানে কম্পিউটার আমাদের বিদ্যালয়ের একটি অন্যতম প্রধান সাবজেক্ট।


* অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষ / Audio Visual Classroom :--------

অডিও ভিজুয়াল প্রোগ্রাম বর্তমান যুগের একটি বিশেষ উন্নত মানের শিক্ষা পদ্ধতি যাহার দ্বারা ছাত্রছাত্রীরা খুব সহজেই কোনো একটা বিষয়কে রপ্ত করে নিতে পারে। আর ঠিক এই কারণেই আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে ২০১৬ সাল থেকে অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষ আমাদের বিদ্যালয়ে চালু করেছি।


* প্রাক ম্যাট্রিক বৃত্তি/Pre Matric Scholarship :---------------

দীর্ঘ প্রচেষ্টার পর সরকারি বিদ্যালয় গুলি