আল-হেদায়েত টিভি

আল-হেদায়েত টিভি

@alhedayet-tv
আল-হেদায়েতি টিভি
ডেইলিমোশনে ইসলামি ভিডিও খুব বেশি দেখা যায় না সেই বিষয়টা সামনে রেখে আমাদের কাছে মনে হয়েছে এই নেটওয়ার্কে ইসলামিক ভিডিও থাকা প্রয়োজন তাই যতটা সম্ভব ইসলামি ভিডিও দিয়ে এই ডেইলিমোশন ভরে দিব। ডেইমোশনে ইসলামিক মাইন্ডের সকল ভিজিটরদের যেন অশ্লিল ভিডিও না দেখতে হয়। সেই উদ্দেশ্য মাথায় রেখে সকলের ভিডিও এখানে পাবলিশ করা হয়েছে। যাদের ভিডিও আমাদের এই চ্যানেলে আছে তারা যদি মনে করেন আপনাদের ভিডিও আমার চ্যানেলে থাকা উচিত না অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ভিডিও আমি আমাদের চ্যালেন থেকে মুছে দিব। সবার কাছে হক কথা টুকু তুলে ধরাই আমাদের কাজ। হেদায়েতের বাণী সবার কাছে পৌছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আপনাদের দোয়া নিয়ে আমরা অনেক দুর যেতে চাই। হেদায়েতের বার্তা সবার কাছে যেন পৌছে দিতে পারি এজন্য সবার দোয়া কামনা রইল। সর্বশেষ একটা কথা। হক প্রতিষ্ঠা করতে হলে বাতিলের মুল উৎপাটন করতেই হবে। বাতিলের মুল উৎপাটন হলে হক প্রতিষ্ঠা হবে। সেজন্য বাতিলে বিরুদ্ধে কথা বলতেই হবে। বাতিলের বিরুদ্ধে রুখে দাড়াতে আমাদের সাথে থাকবেন সময় এই কামনা করি।