Behind the walls

  • 11 years ago
এই ভিডিওটা একটা সর্ট ফ্লিম । নাম Behinds the walls
ভিডিও-তে আমরা দেখতে পাচ্ছি, নির্দিষ্ট গন্তব্য যাওয়ার জন্য চোখ দুটো দেখা যায় এমন নিকাব ও কালো আবআয়া (সৌদি আরব, আরব আমিরাত - এর জাতীয় পোষাক হিসেবে মেয়েদের জন্য নির্ধারিত ।) পড়া এক আপু বহুতল ভবনের এলিভেটারে অবস্হান করছেন ।

এলিভেটর কয়েক তলা যাওয়ার পর এক ভাইয়া এলিভেটরে প্রবেশ করলেন । এপর্যায়ে এলিভেটরে এক ছেলে ও এক মেয়ে আছে এবং তারা দুজনেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন না । হঠাৎ বিদ্যুৎ চলে যায় । উদ্ধারকারী দল এসে তাদের উদ্ধার করতে দেরী হওয়ায় এক সময় ছেলেটা এলিভেটর হতে বের হওয়ার চেষ্টা করে । মেয়েটা নির্বিকারভাবে বসে থাকে । ছেলেটা চেষ্টা করতে যেয়ে হাল ছেড়ে দেয় ।

এক সময় ছেলেটা পানি পান করে এবং মেয়েটাকে পানি পান করতে অনুরোদ করে । মেয়েটি প্রথমে পান করতে রাজি না হলেও একসময় নিজেকে আড়াল না করেই নিকাব খুলে পানি পান করে । কারণ বিপদের সময় এত কিছু খেয়াল রাখা প্রায়ই সম্ভব হয় না ।

ছেলেটি লক্ষ্য করে এলিভেটর খোলার ব্যর্থ চেষ্টা করার সময় সে হাতে আঘাত পায় । এজন্য তার হাত হতে রক্ত ঝড়ছে । ছেলেটি তার ব্যাগ হতে রক্ত বন্ধ করার উপকরণ খুজতে শুরু করলো ।কিন্তু সে কিছুই পেলো না । তার হাত হতে রক্ত বের হওয়াও বন্ধ হচ্ছিলো না । ছেলেটি কাঁদতে শুরু করলো ।

এমন সময় হঠাৎ করেই মেয়েটি তার নিকাব খুলে ছেলেটির আঘাত পাওয়া স্হানে স্বউদ্যোগে নিকাব দিয়ে বেধে দেয় । এর ফলে মেয়েটির মাথা ও মুখ অনাবৃত হয়ে যায় । ছেলেটির আঘাতের স্হান বেধে দেওয়ায় ছেলেটি স্বস্তিবোধ করতে শুরু করে । এক সময় উদ্ধারকারী দল আসে ।

এই ভিডিও-তে মেয়েটি তার নিকাব খুলে যে কাজ করেছে - তা ইসলাম সম্মত । এবং এটাই সত্যিকার ইসলামের শিক্ষা ।

আমাদেরকে মানবিক দৃষ্টিবোধ সম্পন্ন ধার্মিক হতে হবে । কারণ
১.ইসলাম এসেছে মানুষের জন্য । নারী পুরুষ সকলেই মানুষ । এজন্য রাসুল সা. বলেছেন, “নারী পুরুষের সম অংশিদার ।“ তাই সংযম ও অধ্যবসায়ের সাথে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ অপরিহার্য ।

২.আমরা সহিস হাদিসগ্রন্হগুলোতে দেখতে পাচ্ছি, নারী-পুরুষ এক সাথে যুদ্ধ করছে । আর যুদ্ধে আহতদের নারীরা সেবা করছে । আমরা কি এসব হাদিস ভুলে গেলাম । না আমরা এসব হাদিস পড়ছি না । আমরা যদি এসব হাদিস চর্চা না করি – তাহলে আমরা কীভাবে শ্রেষ্ঠ মুসলিম হবো ।

৩. ইসলাম মানুষকে প্রজ্ঞাবান ও দুরদৃষ্টি সম্পন্ন হওয়ার কথা বলে ।
৪. রাজনীতি সচেতন ও ইসলামপন্হী বলে ছেলেদের উচিত আমাদের দেশের উন্নায়নের জন্য মেয়েদের সাথে যোগাযোগ তৈরী করা । আর তাদের এক সাথে চলাফেরা করা উচিত এবং তাদের সাথে সম্পর্কের বন্ধন শক্তিশালী করা উচিত । মুসলিম নারী-পুরুষ সম্পর্কে আল্লাহ বলেছেন : ঈমানদার নর-নারী পরস্পর বন্ধু । তারা সৎকাজের আদেশ দেয় এবং অসৎ কাজের নিষেদ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় ও আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে, তাদের আল্লাহ দয়া করেন । আল্লাহ শক্তিমান তত্ত্বজ্ঞানী । (কুরআন ৯ : ৭১) ।

মহিলাদের চেহারা দেখা ধর্ম বিরোধী নয় । তবে সবাইকে চলাফেরা, কথাবার্তা এবং সব ধরণের মানবীয় কাজে শালীনতা বজায় রেখে চলতে হবে । অযথা সৌন্দর্য ও সাজগোজ মেয়েরা করে চলবে না ।

Recommended